Monday, September 1, 2025 | 2:58 am

Tanvir Bari Hamim Slams Authorities Over Attack on CU Students

Tanvir Bari Hamim

Key Highlights

  • DUCSU GS candidate Tanvir Bari Hamim expressed anger over the attack on CU students.
  • A doorman beat up a female student in Hathazari’s Jobara area for entering the building late at night.
  • Hamim accused the administration of inaction in the attack on students.
  • He raised the question: It takes 30 minutes to get to the scene from Chittagong Cantonment, but why didn’t the police and army take effective measures to prevent the attack?
  • Hamim claimed that the administration has imposed Section 144, but it is not being properly implemented.
  • Allegations of government failure to provide security to women and students.

DUCSU GS candidate Tanvir Bari Hamim has expressed his anger over the attack on Chittagong University (CU) students. In a Facebook post on Sunday (August 31), he criticized the administration’s inaction and failure.

Allegations of administration’s inaction

Hamim wrote in his Facebook post,

অভ্যুত্থানের পরপর ৫ থেকে ৮ আগস্ট যখন কোন পুলিশ বা সরকার ছিল না, তখনো যদি কেউ বলত যে একজন মেয়ে মেসে দেরিতে ঢুকা নিয়ে তার বিশ্ববিদ্যালয়ের বন্ধুবান্ধবদের উপর প্রাণঘাতি হামলা করা হবে, আমার মনে হয় না সেটা কেউ বিশ্বাস করত।
Translation: Even if someone had said that a girl would enter the mess late and her university friends would be attacked with lethal force from August 5 to 8, when there was no police or government, I don’t think anyone would have believed it.

He added that,

গতকাল রাত থেকেই চবি শিক্ষার্থীদের ওপর হামলা করছে হাটহাজারী জোবরা এলাকার স্হানীয় সন্ত্রাসীরা।ঘটনার সূত্রপাত চবির একজন নারী শিক্ষার্থী রাতে দেরিতে মেসে ফেরার কারণে। দেরিতে ফেরায় দারোয়ান তার উপর হামলা করে, যার প্রতিবাদ করলে রীতিমতো মাইকিং করে এলাকাবাসীকে চবি শিক্ষার্থীদের বিরুদ্ধে লেলিয়ে দেয়া হয়।
Translation: Local terrorists from Hathazari Jobra area have been attacking CU students since last night. The incident started when a female CU student returned from the mess late at night. The janitor attacked her for returning late, and when she protested, the locals were incited against the CU students by using a microphone.

Allegations of administration’s inaction

Hamim wrote,

এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে নি। একটা বিশ্ববিদ্যালয় এলাকার স্থানীয়রা, যাদের রুজিরুটির অনেকটাই নির্ভর করে শিক্ষার্থীদের কেনাকাটার উপর, তারা এভাবে হামলা করার ঘটনা স্বাভাবিক না।
Translation: So far, law enforcement has not been able to control the situation. It is not normal for locals in a university area, whose livelihood depends largely on student purchases, to attack in this way.

Hamim raised the question

He Asked,

পুলিশ কিংবা সেনাবাহিনীর নিষ্ক্রিয়তাও আমাদের মনে প্রশ্ন জাগায়। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে ঘটনাস্থলে যেতে তো মাত্র ত্রিশ মিনিট লাগে। কী কারণে তারা এই হামলা বন্ধ করতে পারছে না?
Translation: The inaction of the police or the army also raises questions in our minds. It only takes thirty minutes to get to the scene from Chittagong Cantonment. Why are they unable to stop this attack?

Read more: Section 144 Enforced Around Chattogram University, Gatherings and Rallies Banned

Criticism of the administration’s role

Hamim alleged that the administration did not take any effective action despite the attacks on students. He wrote,

আমার ছোট ভাইয়েরা কিছু সন্ত্রাসীর হাতে কোপ খাচ্ছে, তাদেরকে বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, কুপিয়ে ছাদ থেকে ফেলে দেয়া হচ্ছে – অন্যদিকে প্রশাসন কোন টু-শব্দটি করছে না। ১৪৪ ধারা জারি করলেও সেটি প্রয়োগে প্রশাসনের খুব আগ্রহ নেই। অথচ স্বৈরাচারের অনেক তাবেদারকে নিরাপত্তা দেয়ার জন্য এরা অত্যন্ত অগ্রগামী।
Translation: My younger brothers are being beaten by some terrorists, they are being taken from their homes, hacked and thrown from the roof – on the other hand, the administration is not doing anything. Even though Section 144 has been imposed, the administration is not very interested in implementing it. Yet they are very proactive in providing security to many followers of the dictatorship.

Anger at insecurity

He wrote,

নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে এই সরকার বারংবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে।এমনকি আমাদের দলের কেউ যদি এই ঘটনার সাথে কোনরকমভাবে জড়িয়েও থাকে তাকেও দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করতে হবে।
Translation: This government has repeatedly shown its failure to provide security to women and students. Even if anyone from our party is somehow involved in this incident, they too must face exemplary punishment.

Source: Tanvir Bari Hamim

Share on Social Media

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Update

Related Posts

Scroll to Top